রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন Bengali BN English EN Hindi HI
সর্বশেষ ::
মুন্সীগঞ্জে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত। মুন্সীগঞ্জের যুবদল নেতা হত্যা মামলা থেকে অব্যাহতীর দাবিতে মানববন্ধন  মুন্সীগঞ্জে ইট ভাটায়  জরিমানা বন্ধের দাবিতে সমাবেশ । বড় ভাই আওয়ামী লীগ নেতার দাপটে কোনঠাসা আপন ছোট ভাই মুন্সীগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। মুন্সীগঞ্জে নানা আয়োজনে  মৎস্যজীবী দলের প্রতিষ্টা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে মানববন্ধন ও মিছিল। ধর্ষকদের শাস্তির দাবীতে হাসাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন, সভাপতি লিংকন সচিব চৈতী। মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে তিন দফা মারামারি আহত ২০
ব্রেকিং নিউজ :
শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গুরুপের বন্ধদের উপহার বিতরণ 
/ ১১৩ পঠিত:-
আপডেট সময় :- বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: 

মানুষ মানুষের জন্য এই মহান উক্তিটির বাস্তবতা উপলব্ধি করে সমাজে পিছিয়ে পরা,অসহায়  সনাতনধর্মী মানুষের সাথে শ্বারদীয় দূর্গাউৎসবের আনন্দ ভাগাভাগী করার অংশ হিসাবে সারা দেশে চলছে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধদের উপহার বস্ত্র বিতরন কর্মসূচি।

গত কয়েকদিনে প্রায় ৫০০ জন মানুষের  মাঝে এই উপহার পৌছে দেওয়া হয়। মুন্সীগঞ্জ, ফেনী, লক্ষীপুর ও নোয়াখালী সহ কক্সবাজার , টাঙ্গাইল, নাটোর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, দাউদকান্দি, কুমিল্লা, ঢাকা সিটি, দোহার ও মানিকগঞ্জে।

সাম্প্রতিক বন্যার সময় গ্রুপের পক্ষ থেকে সাধ্যমত ত্রান পৌঁছে দেওয়া হয়েছে গ্রুপটির পক্ষ থেকে।

সনাতন ৯৮-০০ গ্রুপ একটি সামাজিক সংগঠন , যারা সারা বাংলাদেশে ১৯৯৮ সালে এস.এস.সি এবং ২০০০ সালে এইচ.এস.সি পাস করেছেন । সামাজিক সেবা মুলক কাজ করাই সনাতন ৯৮-০০ গ্রুপের লক্ষ্য।

বিভিন্ন পেশা এবং বিভিন্ন দেশে অবস্থা করলেও এই গ্রুপের ১২০০+ সদস্য সামাজিক ভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে সমাজের উন্নায়নের জন্য।

উক্ত বস্ত্র বিতরন কার্যক্রমটি বন্ধুদের অনুদানে পরিচালিত হয়। সব বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ও এডমিন পলাশ সরকার।

এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এডমিন কানন, আশিষ, শুভাষ, সাগর, গৌরাঙ্গ, জয় সহ গ্রুপের নিবেদিত প্রান রাজকুমার, সুদেব, নায়ায়ন, সবিতা, রুনু দেবী, তাপশি, রিন্টু, দেবাশীষ,বিশ্নু জিৎ, চম্পা,  বর্নালী, অঞ্জন, বিশ্বজিৎ সাহা, গৌতম, মিলন, শিমুল সাহা, বিমল, ডালিম, রাজন,, রিদয়, বাসুদেব, রাজিব রয়, তুষার বনিক সহ গুরুপের সকল বন্ধুরা ৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments