মুন্সীগঞ্জে ক্রিকেট টুর্ণা‌মেন্টের ফাইনাল অনু‌ষ্ঠিত

মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জে মরহুম আলী আকবর মেম্বার স্মৃতি ফ্রিজ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অর্ণিবান সংঘ।

বুধবার বিকালে সদর উপ‌জেলার পঞ্চসার ইউ‌নিয়‌নের চরমুক্তারপুর বালুর মা‌ঠে এই ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হ‌য়।
খেলায় ওরা ১১ জন টিমকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্ণিবান সংঘ।

পরে জয়ী ও বিজিতদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাংগঠ‌নিক সম্পাদক, মোঃ আব্দুল রহিম।

পঞ্চসার ইউ‌নিয়ন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ দে‌লোয়ার মেম্বা‌রের সভাপতি‌ত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, বি‌শিষ্ঠ সমাজ সেবক হাজী মোঃ আয়নাল হক বেপারী, ম‌জিবুর হাওলাদার,

হাজী জয়নাল আ‌বেদীন দেওয়ান, সা‌র্বিক তত্বাবধা‌নে মুন্সীগঞ্জ জেলা তরুন লীগের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ নুরুল হক দেওয়ান খেলা পারিচালনায় ছি‌লেন তরুন সমাজ সেবক ও শিক্ষান‌ুরাগী শাহ আলম হাওলাদার।

Recent Comments