সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ ।
  1. রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ ।।
সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল অনুকূল পরিবেশে সহকর্মীর সহযোগিতায় এগিয়ে যেতে হবে। গুজব প্রতিরোধে সর্বদা সচেতন থাকতে হবে। সাংবাদিকরা সচেতন থাকলে সকল প্রকার গুজব রোধ করা সম্ভব।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে
তথ্য যাচাইয়ের অগ্রাধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সকল সাংবাদিকে আপোষহীন হতে হবে। মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে এসব কথা বলেন ফারুক ওয়াসিফ মহাপরিচালক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ১৫ ই নভেম্বর শনিবার বিকালে মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জে ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক  ফারুক ওয়াসিফ আরো বলেন,  রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গুজবের কারনে একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলের অনেক বেশি সর্তক হওয়া জরুরি। সাংবাদিকরা বিভিন্ন কারণে নির্যাতিত হয়। সকলে ঐক্যবদ্ধ থাকলে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব। তিনি সব সময় সাংবাদিকদের সত্যের পক্ষে অবস্থানের আহবান জানান
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত,  অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ  সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, মোঃ রু‌বেল মাদবর, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত, গোলাম মোর্শেদ সহ প্রশিক্ষণ নিতে আসা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা।

Recent Comments