সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান আসন্ন রাজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশিত এ.কে. এম আলমগীর কবির ।
গতকাল শনিবার বিকেল ৫টায় ইউনিয়নের ২নং ওয়ার্ড সৈয়দপুর গ্রামের বোরহান উদ্দিনের বাড়িতে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের শুরুতেই এলাকার তরুন, যুবক ও বৃদ্ধরা এসে উঠান কানায় কানায় পূর্ণ হয়।
২নং ওয়ার্ড আওয়ামীলীগের মো. সাইজুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম আলমগীর কবির।
ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ এমরানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন магазин hydra আওয়ামীলীগের সহ-সভাপতি হোসেন আলী খান, ইলিয়াস উদ্দিন খান, নুর জামাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সহিদুল্লাহ সোহেল, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ আলম আছাদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নবী হোসেন নিরব, আহমেদ, সাব্বির, প্রন্স সালমান প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা একেএম আলমগীর কবিরকে রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে পাওয়ার আশা ব্যক্ত করেন।