রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন Bengali BN English EN Hindi HI
সর্বশেষ ::
তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে ১২জন আহত, ৪ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানযট। স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত – বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারলেন ৫ শতাধিক মানুষ । মুন্সীগ‌ঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকার বিনামূল্যে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা অনু‌ষ্ঠিত। জাতীয় ও দলীয় পতাকা সহ ব্যান্ডপার্টি নিয়ে নেতাকে বরণ মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে বরণ। পর্ব – ১ মুন্সীগঞ্জে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে দুইজন নিহতের ঘটনায় মামলা নিয়ে জটিলতা-কিবরিয়া মিজির সম্পৃক্ততা আড়াল করার চেষ্টা। বরিশা‌লের পূর্ব হোসনাবাদ এস কে এম উচ্চ বিদ‌্যায়‌য়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত পিকনিক ২০২৫ অনুষ্ঠিত ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন জাতিসংঘের নজরুল ইসলাম।
ব্রেকিং নিউজ :
মুন্সীগঞ্জে জোরপূর্বক ভবন দখলের চেষ্টা,ভাংচুরসহ ২ কোটি টাকার মালামাল লুটপাট
/ ৮৯৫ পঠিত:-
আপডেট সময় :- মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১:৫৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং থানার বাসুদিয়া গ্রামে পশু চিকিৎসক মো: আশরাফুল ইসলামের তৈরী ৫তলা ভবন ভ’য়া মালিক দাবী করে জুরপূর্বক দখলের চেষ্টাসহ ভাংচুর ও টাকা পয়সা,মালামাল,স্বর্ণ অলংকার লুটপাট করে একই এলাকার সালমান খান মোয়াজ্জেম গংরা।
অভিযোগ এর আলোকে জানা যায়,আশরাফুল ইসলাম পেশায় একজন পশু ডাক্তার,তিনি গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলার মরুয়াদহ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

তিনি খরিদ সূত্রে মালিক হইয়া লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া মৌজায় ২১০০ শত স্কোয়ার ফুট জমি ক্রয় করে ৫তলা ভবন নির্মাণের কাজ শুরু করে ৩ তলা ভবন সম্পূর্ন করেন। ভবন নির্মাণ কাজের সময় ব্যাংক লোন নিয়ে এই নির্মাণ কাজ শুরু করায় ইতিমধ্য বাকি কাজ সম্পূন্ন করতে হলে টাকার প্রয়োজন হওয়ায় তিনি ২য় তলায় তৈরী তিনটি ফ্লাট বিক্রি করার জন্য প্রস্তাব দিলে।

লৌহজং উপজেলার বাসুদিয়া গ্রামের সালমান খান মোয়জ্জেম আগ্রহ প্রকাশ করে একটি ফ্লাট ১৬ লক্ষ টাকা দাম ধরে ৩ লক্ষ টাকা ও হাফিজ খান ৩ টি ফ্লাট ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ্ করে ৫০ হাজার টাকা বায়না করেন স্থানীয় লোকজনের উপস্থিতিতে। উল্লেখ থাকে যে বাকি টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করিলে মালিকপক্ষ সাফ কবলা দলিল লিখে দিবে।

সালমান খান মোয়াজ্জেম গংরা প্রকৃত ফ্লাটের মালিক কে পাওনা টাকা দিয়ে জমি রেজিস্ট্রি না করে অবৈধভাবে তার নামে পুরো সম্পত্তির উপর ভুয়া দলিল বানিয়ে নিজেকে বাড়ির মালিক দাবী করে দীর্ঘদিন যাবৎ ভবনের মালিক আশরাফুল ইসলামকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে আসছে এমনকি আশরাফুল ইসলামের তিনটি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তাদের হুমকির কারনে। এমন অভিযোগ বাড়ির মালিক আশরাফুল ইসলামের।

আশরাফুল ইসলাম জানান,আমার কাছ থেকে ফ্লাট ক্রয় করার জন্য সালমান খান মোয়াজ্জেম গংরা বায়না দলিল করেছে এবং দলিলে উল্লেখ ছিল যে বাকি টাকা পরিশোধ করিলে আমি তারদেরকে উক্ত ফ্লাট রেজিস্ট্রি করে দিব। কিন্তু তারা আমাকে টাকা না দিয়ে আমার পুরো ভবনের নামে ভুয়া দলিল বানিয়ে নিজেকে মালিক দাবী করে। অথচ আমি নালিশী সম্পর্ত্তি ক্রয়সূত্রে দলিল মূলে ৭.৬০ শতাংশ জমি ক্রয় করিয়া মালিক ও দখলকার বিদ্যমান আছি। গত ২৬/৫/২১ ইং তারিখে আমার অনুউপস্থিতিতে সন্ধ্যা ৭ টার সময় স্থানীয় মেম্বার সালমান খান মোয়াজ্জেম গং কিছু সংখ্যক সন্ত্রাসী বাহীনি নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।

এসময় বাসার দরজা ভেঙ্গে ঢুকে আলমারী ভেঙ্গে ৩৫ লক্ষ টাকা,৬ ভরি স্বর্ন অনুমান মুল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা, ব্যক্তিগত সেভিং একাউন্ট চেক বই,নিজস্ব ব্যবসা হাবিব ফুড এন্ড কঞ্জুমার প্রোডাক্ট ও হাবিব এন্টার প্রাইজ এর চলমান হিসাবের দুটি চেক বই,এন আইডি কার্ড,সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের একটি ফাইল,একটি এল ই ডি টিভি,একটি ডিসকভার মটরসাইকেল,৮০ লক্ষ টাকার সোয়াবিন তৈলসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা করার জন্য লৌহজং থানায় যাওয়ার পথে আশরাফুল ইসলামের গতিরোধ করে প্রানে মেরে ফেলার হুমকি দিলে পরে গাজীপুরের উত্তর টংগী থানায় সালমান খান মোয়াজ্জেমকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম। যাহানং (২৮)২১ তারিখ ২৮-৬-২০২১ইং। মামলার বাদী ভুক্তভোগি আশরাফুল ইসলামের দাবী অবিলম্বে আসামীদের গ্রেফতারসহ মালামাল উদ্বারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments