
মো: রুবেল মাদবর, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন – দ্যা হেলমেট অল কাইন্ড অফ হিউমিনিটি “চলো- পেট ভরে” এ শ্লোগান সামনে রেখে কর্মহীন, ভাগ্যবঞ্চিত মানুষের জন্য ২ টাকায় দুপুরে খাবার খাই ৭ দিনের কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে শহরের পুরাতন কাচারি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ২ টাকার খাবার খাই দ্বিতীয় দিনে ২০০ শত কর্মহীন, ভাগ্যবঞ্চিত ও হতদরিদ্রদের দুপুরের খাবার খাওয়ানো হয়েছে ৷
এ সময় উপস্থিত ছিলেন ২ টাকায় দুপুরের খাবার খাই সার্বিক তত্বাবধানে রয়েছে সাবেক শহর ছাত্রলীগের সভাপতি ও শহর যুবলীগ নেতা মালেকুল মাকসুদ বিপুল। দ্যা হেলমেট সংগঠনের প্রধান সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়া, আইটি সমন্বয়ক রাজ মল্লিক, সহ-অর্থ সমন্বয়ক হুমায়রা তানজুম অর্ণা, পিংকি আক্তর চৈতী, রিফাত শেখ, রিয়াজসহ অনেকেই।
এসময় বক্তব্য রাখেন সাবেক শহর ছাত্রলীগের সভাপতি ও শহর যুবলীগ নেতা মালেকুল মাকসুদ বিপুল।
দ্যা হেলমেট সংগঠনের প্রধান সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়া বলেন,
করোনা কালীন সময় কর্মহীন, ভাগ্যবঞ্চিত ও হতদরিদ্র মানুষদের খাওয়ানো চলমান থাকবে। দ্যা হেলমেট অল কাইন্ড অফ হিউমিনিটি গতকাল থেকে ৭ দিন খাওয়াবো ২ টাকায় দুপুরের খাবার। সংগঠনের মূলত পরিচ্ছন্নতা, শিশুদের নিরক্ষরতা দূর ও পথ শিশুদের সহায়তা নিয়ে কাজ করতে চাই।