মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলেক চান সজীবে ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চান্দের চর এলাকায় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও স্থানীয়দের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হামলার বিচারের দাবীতে এতে কয়েক’শ নারী-পুরুষ ব্যানার, প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করেন। পাশাপাশি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
এসময় মানববন্ধর কারীরা বলেন, ড্রেজারের পাইপ স্থাপন করতে না দেয়ায় পূর্বশত্রুতার জের ধরে নবধারা হাউজিং কোম্পানির চেয়ারম্যান শাহজাহানের সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়ে সজীবকে হত্যার চেষ্টা করে।
তাই এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং নবধারা হাউজিং নামের ভূমিদস্যু প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেয়ার দাবীও জানান তারা।
পরে পুলিশের এসে মানববন্ধন কারীদের প্রতিশ্রুতি দিলে তারা মানববন্ধন প্রত্যার করেন।
উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাজী বাজার নামকস্থানে নবধারা হাউজিং কোম্পানির চেয়ারম্যান শাহজাহানের সন্ত্রাসী বাহিনী অর্তকিত হামলা চালিয়ে সজীবকে ব্যাপাক মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা সজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।