সাইদ হাসান আফরানঃ-
মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী বাজার এর মুদি ব্যবসায়ী মোঃ গাজী রহমানের (২৮) নিখোঁজের ৩ দিন পার হয়ে যাওয়ার পর খোঁজ পায়নি তার পরিবার।
মোঃ গাজী রহমানের ছোট ভাই মোঃ মোফাজ্জল জানান গত ২৪ জানুয়ারী রবিবার বিকেল ৩.৩০ থেকে ৪ টা নাগাদ তার ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকানের মালামাল কেনার জন্য নগদ ১,১০,০০০ টাকা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোরগাপাড়ার চৌরাস্তা উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তার পর আজ ৩ দিন হয়ে যায় এখনো বাসায় ফেরেনি।
মোঃ মোফাজ্জল আরো জানান যে আমরা আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে খোজাখুজি করতেছি গাজী রহমান ভাইকে। এবং তিনি যে যে প্রতিষ্ঠান থেকে মুদি দোকানের জন্য মালামাল ক্রয় করে থাকেন সেই সব প্রতিষ্ঠান গুলোতেও যোগাযোগ করা হচ্ছে কিন্তু তার কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে আমার পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গজারিয়া থানার ওসি রইস উদ্দিন সাহেবের সাথে কথা বলে জানা যায় যে এ ব্যাপারে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আমরা ওই অভিযোগের প্রেক্ষিতে আমাদের টিম কাজ করছে এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি ট্র্যাক করা হচ্ছে।
আমি মোঃ মোফাজ্জল হোসেন (২০) মোঃ গাজী রহমান (২৮) এর ছোট ভাই পিতা রবিউল হক সং- চর বলাকী, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ যদি কোন সদয়াবান ব্যক্তি আমার ভাইয়ের সন্ধান পান তাহলে গজারিয়ায় থানায় পুলিশ বা থানার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন।