তানিয়া আক্তার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচিতে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস ধীরনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিজয় দিবসের মতো গৌরবোজ্জ্বল দিনে সাংবাদিকদের এই সম্মাননা তাদের দায়িত্ববোধ ও পেশাগত অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মাননা স্মারক গ্রহণ শেষে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারিখঃ ১৭-১২-২৫ইং