তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ৩ দিনের কর্মসূচি সম্পন্ন।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ-
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বিডি ক্লিন মুন্সিগঞ্জ। পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির বাস্তবায়নে সহযোগিতা করে জেলা পরিষদ, মুন্সিগঞ্জ।

৮ নভেম্বর শনিবার থেকে শুরু হওয়া প্রথম দিনের কার্যক্রমে সচেতনতা, দেশাত্মবোধক ও শিক্ষনীয় দেয়ালচিত্র অঙ্কনের আয়োজন করা হয়।
৯ নভেম্বর রবিবার দ্বিতীয় দিনে বিডি ক্লিন মুন্সিগঞ্জ ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ ও নির্ধারিত স্থানসমূহে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি সচেতনতা ও দেশপ্রেমমূলক দেয়াল লিখন এবং ব্যানার স্থাপন করা হয়।

শেষ দিনে, ১০ নভেম্বর সোমবার, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বই ও বৃক্ষ উপহার দেন এবং পরিচ্ছন্নতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, এবং বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জেলা পরিষদের সহায়তায় এবং বিডি ক্লিন মুন্সিগঞ্জের উদ্যোগে আয়োজিত এ তিন দিনের কর্মসূচি শেষে শপথ পাঠের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

Recent Comments