
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে শুক্রবার বিকালে বৌলতলি ইউনিয়ন কমিটির সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক জসিম মৃধাকে অব্যাহতি দিয়ে পূণাঙ্গ কমিটি বিলুপ্ত করেন উপজেলা সভাপতি শেখ মো: বাবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমীর বেপারী।
মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম মিজান সরদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে আমাদের সংগঠনটি কার্যক্রম করে যাচ্ছে। যারা সংগঠন বিরোধী কাজ করবে তাদেরকে ছাড় দেয়া হবে না।
তাই বৌলতলী ইউনিয়ন কমিটি সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুন কমিটি গঠন করা যাবেনা। তবে শিঘ্রহী নতুন করে পূণাঙ্গ কমিটি গঠন করা হবে ।