রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন Bengali BN English EN Hindi HI
সর্বশেষ ::
টঙ্গীবাড়ীতে পুলিশের অভিযানে বন্দুক,গুলি ও বিদেশি মদ সহ আটক ২ মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া নারীর গুলিবিদ্ধ লাশ অন্তঃসত্ত্বা ছিলো শাহিদা, বিয়ের চাপ দেওয়ায় থানা থেকে লুট হওয়া পিস্তল দিয়ে গুলি করে প্রেমিক সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ। আন নূর প্রি ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠন লৌহজংয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় । কোন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করলাম – সেলিম প্রধান মালখানগর মাদরাসার বার্ষিক শিক্ষা সমাপনী ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময়।
ব্রেকিং নিউজ :
কোন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করলাম – সেলিম প্রধান
/ ৪০ পঠিত:-
আপডেট সময় :- মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মিথ্যা চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজিরা দিয়েছেন সেলিম প্রধান।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি হাজিরা দেন।

এসময় তিনি বলেন, কোন ক্রিমিনাল যদি আপনাকে টাকা দেয় তাহলে নিয়ে নিবেন। আর সেই টাকা দিয়ে দেশের জন্য যেটা দরকার সেটা করবেন। দেশ যেন পিছিয়ে না যায় সে জন্য যা কিছু করা দরকার সেটা করবেন, এটা আপনার নাগরিক দ্বায়িত্ব। ছাত্র-জনতার আন্দোলনের কথা আমরা বলি, তাদের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি কিন্তু আরও যেটা বলা দরকার সেটা আমরা বলিনা।

 

সেটা হলো ছাত্র-জনতা পাশাপাশি সেনাবাহিনীর সৈন্যরা। যারা রাস্তায় থেকে আমাদের সহযোগীতা করেছে এবং এখনো তারা সহযোগীতা করছে। বাংলাদেশের যত বড় বড় সরকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কখনো খারাপ হতে পারেনা। বরং সেখানে কর্মরত যারা আছেন তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য খারাপ হতে পারে কিন্তু প্রতিষ্ঠান নয়।

 

যেমন ধরুন, বিএনপির তারেক রহমান সাহেবের কিছু লোক আছে যারা টাকা খরচ করে বিভিন্ন ভাবে লবিং করে সাইনবোর্ড লাগায়। তারা অনেকে বলে ১৫/১৬ বছর অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আমি মনে তারেক রহমান যে ত্যাগ স্বীকার করেছেন সেটার সামনে অন্যগুলো কিছুইনা।

তিনি আরও বলেন, মাফিয়া মানে কি, ডাকাত। সারা পৃথিবীতে তাদের উপরে কেউ নেই। যদি তারেক রহমান জানতে পারেন যে তারা ক্রিমিনাল তাহলে তারা যতই ম্যানেজ করার চেষ্টা করুক না কেনো কোন লাভ হবেনা। আপনারা জানেন, গাজীর সাথে ১০ মাস যুদ্ধ করে আমি এ পর্যন্ত এসেছি, এখন সেই মানুষ গুলাই দিপু ভূইয়ার সাথে মিলিত হয়েছে।

তারা কিছু অর্থের লোভে একত্রিত হয়েছে। যারা অর্থের লোভে ক্রিমিনালদের সাথে মিলতে পারে তারা তো দেশ বিক্রি করে দিবে। টাকার প্রতি তাদের এত লোভ যে তারা নিজের পরিবারকেও বিক্রি করে দিতে পারে।

 

এ ধরনের নাগরিক যেন আমাদের দেশে না থাকতে পারে সেজন্য আমি সাধারণ জনগণকে সচেতন হতে বলবো।
সেলিম প্রধান আরও বলেন, স্বৈরাচারী সরকার আমাকে গুম করে ফেলেনি। ক্যাসিনোর মামলা দিয়ে আমাকে জেলে দিয়েছে। বাংলাদেশের মানুষদের বলবো আপনারা এসব বিশ্বাস করবেন না। আপনারা তদন্ত করে দেখুন সেলিম প্রধান কখনো কোন খারাপ কাজে লিপ্ত ছিলোনা।

 

আমার বদনামগুলো তারাই করে যারা আমার ব্যাপারে হিংসা করে, যাদেরকে আমি মাদক ব্যবসা, ভূমিদস্যুতা করতে দেইনা। ভালো মানুষ কখনো অন্যের বদনাম করেনা। দিপু ভূইয়া হচ্ছে গাজীর ১০গুন বেশী, তার সাথে যারা সহযোগীতা করছে তারা দেশের শত্রু। যারা দেশের শাসন ব্যবস্থায় রয়েছেন তাদের অনুরোধ করবো৷ পুরো দেশকে একত্রে ঠিক করতে পারবেন না।

যেকোন একটি জেলা থেকে শুরু করুন। রুপগঞ্জ হচ্ছে ক্রাইমের আস্তানা। আগে শমসের করতো এখন অন্য শমসের করে। সে হচ্ছে দিপুর ডান হাত।

বিএনপির হাজারো নেতাকর্মী জেল খেটেছে কিন্তু দিপু ভূইয়া কি একদিন জেল খেটেছে ? জনগণের কাছে আমার প্রশ্ন, কোন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করলাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments