মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন Bengali BN English EN Hindi HI
সর্বশেষ ::
টঙ্গিবাড়ীতে নদী ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন। মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন। সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই। যুবদল কর্মী সোহাগ হত্যার প্রতিবাদে চার সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শরাফতিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছালাম সদস্য সচিব শফিউল। শেখ হাসিনাকে ফেরাতে নেতাকর্মীদের উদ্দেশ্যে পালিয়ে থেকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বার্তা। আলোচিত সেই সদস্য স্বপন মেম্বার ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার। ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মুন্সিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের তিন ঘণ্টা ব্যাপী অবস্থান কর্মসূচী। মুন্সিগঞ্জে দুই জমজ শিশুর মরদেহ উদ্ধার, মা-বাবা আটক
ব্রেকিং নিউজ :
দাদা মামলা করে গেছে এখোন নাতি এসে সেই মামলায় হাজিরা দিচ্ছে।
/ ৭২ পঠিত:-
আপডেট সময় :- সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১০:০১ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বলেছেন, দুনিয়ার সবচেয়ে বেশি মামলা জট রয়েছে বাংলাদেশে। ৪৩ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। পৃথিবীর কোথায়ও এ অবস্থা নেই। এ দেশে ১ লক্ষ ১০ হাজার মানুষের জন্য মাত্র একজন বিচারক রয়েছে। আমাদের মামলাগুলোর জন্য নির্ভর করতে হয় পুলিশের ১৬১ ধারা জবানবন্দির উপর যা অধিকাংশই নেওয়া হয় থানায় বসে।

তিনি আরো বলেন, এক সময় আমরা সকালে ঘুম থেকে উঠে রেডিও টেলিভিশনে অনেক মিথ্যা কথা শুনতাম। এমনি অনেক মিথ্যা মামলাও আদালতে হচ্ছে। দাদা মামলা করে গেছে এখন নাতি এসে সেই মামলায় হাজিরা দিচ্ছে। আমাদের দেশে বার ও বেঞ্চের কোন সমস্যা হলে তা শান্তিপূর্ণ সমাধানের জন্য কোন সংস্থা নেই। যার কারনে জটিলতার সৃষ্টি হচ্ছে।

সোমবার (২৮ অক্টোবর ) বিকাল ৪টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সভাকক্ষে ন্যায়বিচার নিশ্চিন্তের লক্ষ্যে বার ও বেঞ্চের সমন্বিত সমস্যা ও সমাধান বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বার ও বেঞ্চের মধ্যে মিল রেখে প্রামাণ্য চিত্র ধারণ করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। এ সময় তিনি আদালতে বিচার প্রার্থীদের ন্যায় বিচার পাওয়ার সুবিধার্থে সম্প্রতি প্রতিষ্ঠা করা বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষি। আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট শ.ম হাবিবুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, অ্যাডভোকেট শাহীন মিজি, এডভোকেট শফি উদ্দিন, ব্যারিস্টার হাসান সাঈদ রছি, অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরো, এ্যাডভোকেট এস আর রহমান মিলন।

এডভোকেট মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ঢালী, অ্যাডভোকেট লাকি আক্তার প্রমুখ। এ সময় বক্তারা বিচার প্রার্থীদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে ও দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে আলোচনা করেন।

আরো উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট নাছিমা আক্তার, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট সামসুন্নাহার শিল্পী প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments