শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:২০ অপরাহ্ন Bengali BN English EN Hindi HI
ব্রেকিং নিউজ :
একটি মানবিক আহৃবান
/ ২৯ পঠিত:-
আপডেট সময় :- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

ভালো নেই ভবেরচর কলেজ রোডের চা বিক্রেতা রবিউল

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে নাহ্! ভূপেন হাজারিকার বিখ্যাত সেই মানবিক গানের সুর ধরেই আজকের এই সংবাদধর্মী নিবন্ধটির প্রারম্ভিকা করতে চাই।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর কলিম উল্লাহ্ কলেজ রোড এলাকার চা বিক্রেতা মোহাম্মদ রবিউল।

ভবেরচর কলেজ রোড এলাকায় তথা কলিম উল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রবিউলের রং চায়ের ব্যাপক সমাদৃত রয়েছে। সমাজে ভালো আচরনের মাধ্যমে সহজ সরল ও ভালো মনের মানুষ হিসেবে সুনাম কুড়িয়েছে। স্থানীয় এলাকবাসি রবিউলের সুস্থতা কামনা করে। মুমূর্ষু অবস্থায় তারাই প্রথম অচেতন রবিউলের চিকিৎসায় এগিয়ে আসে।

ছোট্ট টং চায়ের দোকানদার রবিউলের অসুস্থ এক মেয়েসহ ০৪ জনের হতদরিদ্র পরিবার। এই দুঃসময়ের অসহনীয় দ্রব্যমূল্যের অস্থিরতার বাজারে ইতিমধ্যেই অভাব অনটনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল তার সংসার। হঠাৎ’ই রবিউলের সংসারে নেমে আসে আচমকা অমানিশা!

গত এগারো’ই সেপ্টেম্বর বিদ্যমান প্রচন্ড তাপদাহে হিট স্টোক হয় রবিউলের। এর আগেও আরও দুইবার স্টোক হয়েছিলো তার। তবে এবারে যেন দূর্বিষহ আকার ধারণ করেছে তার শরীরে ও সংসারে।

সদাহাস্যজ্বল চা বিক্রেতা রবিউলের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয়রা। সংকটাপন্ন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয় এখানেই প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই কি নিদারুণ অভিজ্ঞতায় অর্থাভাবে পরবর্তী চিকিৎসা হয়েছিলো তার নির্মম বর্ণনা করেছে দুস্থ রবিউলের পরিবার!

এই যাত্রায় রবিউল প্রাণে বেঁচে গেছে বটে তবে এখনো তার শরীরে রয়ে গেছে হিট স্টোকের ভয়াবহ ক্ষয়ক্ষতি চিহৃ। এমতাবস্থায় তার চিকিৎসকরা বলেছেন পরবর্তী চিকিৎসা চালাতে প্রয়োজন অর্থ! অসহায় দিনমজুর রবিউলের পরিবারের পক্ষে অর্থযোগান দুঃসাধ্য! আর তিলে তিলে যেন অসুখে হারিয়ে যাচ্ছে সবার প্রিয় রং চা রবিউল!

তাই সমাজের সহৃদয়বানদের কাছে রবিউলের এই সংকটে তার জন্য ও তার পরিবারের জন্য সহযোগিতা চেয়েছে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোডের নানা শ্রেনী পেশার এলাকবাসি।

এই বিষয়ে ভবেরচর ইউনিয়নের ছয় নং ওর্য়াডের মেম্বার ওসমান গণি সরকার মানিকের সাথে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করি। তিনি বলেন রবিউল সত্যিই একজন ভালো মানুষ। এলাকার সবার সাথে তার রয়েছে অনন্য সখ্যতা। রবিউল এর অসুস্থতায় স্থানীয়রা মর্মাহত। সমাজের বিত্তবানরা যদি রবিউলের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে রবিউলের ভাল চিকিৎসা সম্ভব হবে।

স্থানীয়দের সহযোগিতায় ভবেরচর কলেজ রোড এলাকার বাসিন্দা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক শাফায়েতের সমন্বয়ে গঠন চলছে অসুস্থ রবিউলের পরবর্তী চিকিৎসার আর্থিক সহায়তা ফান্ড। এই বিষয়ে শাফায়েত গণমাধ্যমকে জানায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকায় চা বিক্রেতা রবিউলের বসবাস এবং ০১৯৬৪৫০৬৪১৩ এইটা রবিউলের যোগাযোগ নাম্বার।

এই নিবন্ধের সমাপ্তিকা টানি এই বলে যে উদার হোক মানবতা, জয় হোক মানবতিকতার। আসুন যে যার অবস্থান থেকে বিপন্ন বিপদগ্রস্থ মানুষের বিপদে পাশে দাঁড়াতে এগিয়ে আসি।

নিবন্ধনকার,
সৈয়দ মোহাম্মদ শাকিল, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম লেখক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments