শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন Bengali BN English EN Hindi HI
ব্রেকিং নিউজ :
মুন্সিগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন।
/ ২৪ পঠিত:-
আপডেট সময় :- বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৯ অপরাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় লিখিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বিএনপি নেতা,রিপন মল্লিক দাবি করেন, রাজনৈতিক মাঠ দখলের নামে তার বিরুদ্ধে ফেসবুক, ইউটিউব ও একটি পত্রিকায় ভূল তথ্য প্রকাশ করা হয়েছে।
এছাড়া পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে তার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
একই সাথে এসব ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই জানিয়ে, রিপন মল্লিক জানান,পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উল্টো জেলা প্রশাসনের কাছে বারবার ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন।
এতে পর্যায়ক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মূলত তার ও বিএনপির সম্মানহানী করার জন্য একটি পক্ষে এসব কর্মকাণ্ড করছে। এমন অবস্থায় সাংবাদিকদের প্রতি মিথ্যার বিরুদ্ধে সত্য তুলে ধারা আহ্বান জানান তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আক্তার হোসেন মোল্লা সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments