অনলাইন ডেস্কঃ
দীর্ঘ সময় দেশ শাসনের পর তীব্র আন্দোলনের তোপে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের করেই দেশ ছেড়েছেন তিনি।
এই পদত্যাগের ফলে দেশজুড়ে বিজয় উল্লাস করছেন নারী-শিশুসহ দেশের আপামর জনগণ। লাখ লাখ মানুষের বিজয় উল্লাসের ধ্বনিতে দেশের রাজপথসহ দেশের সর্বত্র প্রকম্পিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পুরো রাজপথ দখল নেয় দেশের আন্দোলনরত শিক্ষার্থীরাসহ দেশের সব শ্রেণির মানুষ। দুপুর গড়িয়ে আড়াইটার পর পরই সর্বত্র ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগের খবর।
আর এই খবরে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। ঘর থেকে সবাই বাহির হয়ে রাস্তায় নেমে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সেই সঙ্গে বিজয় মিছিল নিয়ে গণভবনের দিকে ছুটে যায় সাধারণ মানুষ। এরপর যে যেভাবে পেরেছে গণভবনের ভেতরে প্রবেশ করে আনন্দ উল্লাস করতে থাকে লাখ লাখ মানুষ।
জাতীয় সংসদ ভবন দখলে নিয়েছে সাধারণ মানুষ।
আরো দেখা যায়, গণভনের ভেতরে প্রবেশ করে সেখানকার হাঁস-মুরগি, কবুতর, পুকুরের মাছ, ফ্রিজ থেকে মাছ-মাংস, সোফা, ফ্যান, আলমারি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে যায় বিভিন্ন শেণির লোকজন।
তবে শিক্ষার্থীরা অনেকের কাছ থেকে সেগুলো রেখে মানুষকে বুঝাতেও দেখা গেছে এটা নেওয়া আমাদের দরকার নাই, এসব দেশেরই সম্পদ।
এদিকে, বিজয় উল্লাসের কারণে রাজধানীর কোথাও কোন ধরনের গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। পুরো রাজধানীজুড়ে লাখ লাখ মানুষ পায়ে হেটে আনন্দ উল্লাস প্রকাশ করছে। সেই সঙ্গে কোনা বাধা না থাকায় জাতীয় সংসদের ভেতরে এখন লাখ লাখ মানুষ প্রবেশ করে আনন্দ উল্লাস করছে।
গণভবনে আসা শারমিন আক্তার জনকণ্ঠকে বলেন, আজ মনে হলো দেশ স্বাধীন হলো। আজ এতো আনন্দ লাগছে মনে হচ্ছে আগামী ছয় মাস না খেলেও বেঁচে থাকব। শরীরে যেন পূর্ণ শক্তি ফিরে এসেছে।
রবিউল নামের আরেক সাধারণ মানুষ জনকণ্ঠকে বলেন, আজ আমরা স্বাধীন। জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা আজ মুক্ত।
গণভবনের লেকে সাধারণ মানুষ
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার পদত্যাগ করলে দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এ বছরের ১১ জানুয়ারি। এর আগে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। এই নির্বাচন আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল। এ নির্বাচন ‘রাতের ভোট’ নামে পরিচিতি পায়।