শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন Bengali BN English EN Hindi HI
ব্রেকিং নিউজ :
মুন্সীগ‌ঞ্জে ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত।
/ ৩৪ পঠিত:-
আপডেট সময় :- শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার পঞ্চসার ইউনিয়‌নে কাটপ‌ট্রি এলাকায় মেসার্স আলহাজ্ব সলিমুল্লাহ্ মাদবর এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা হাজী মোকলেছুর রহমান মাদবর এর উদ্যেগে এই ইফতার মাহ‌ফিল অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

শুক্রবার ২৫শে রমজান পঞ্চসার ইউনিয়‌নের কাঠপট্টি মিরকাদিম উড ডোর ফার্ণিচার অর্গানাইজেশন না‌মে এই প্রতিষ্ঠা‌নে ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

মিরকাদিম উড ডোর ফার্ণিচার অর্গানাইজেশন ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান সজিবের সভাপ‌তি‌ত্বে এসময় প্রধান অ‌তি‌থি জরু‌রি কা‌জে আস‌তে না পারায় মোবাইলে বক্তব‌্য রা‌খে সভাপ‌তি মিরকা‌দিম পৌর আওয়ামী লীগ ও সা‌বেক মেয়র শহিদুল ইসলাম শা‌হিন,

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন রিকাবী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ আশরাফুল হাসান রাজিব, সমাজ সেবক মোঃ তাইফুর রহমান শান্ত, মোঃ মহিউদ্দিন আহমেদ লিটন,

কাঠপট্রি ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন রাজু, মা এন্টার প্রাইজ এর শেখ শরিফ,

দরজা ব্যবসায়ী রাজু আহমেদ বাবু, দরজা ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ বাবু , কাঠপট্টি দরজা ব্যবসায়ী মোঃ জনি আহমেদ, পুরান কাঠপট্টি দরজায় ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন, মিরকা‌দিম উড ডোর প্রচার সম্পাদক রাতুল আহমেদ, দরজা ব্যবসায়ী মার্জন, ফাইভ স্টার ডোর মোঃ আব্দুল আহাদ বেপারী প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments