রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
গতকাল বিকেল ৩ টায় মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার নুরপুর জামে মসজিদে মহল্লা বাসী ও মসজিদ পুনঃ নির্মাণ কমিটির উদ্যোগে দেড় শতাধিক কোমলমতি শিশুদের কোরআন তেলাওয়াত, আজান, হামদ ও নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ন সচিব আলহাজ্ব রহমত উল্লাহ মোহাম্মদ দুস্তগীর সভাপতি নুরপুর মসজিদ পুনঃনির্মাণ কমিটি, বিশেষ অতিথি ঢাকা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শেখ আব্দুল বাকির বুলবুল, সহ-সভাপতি নুরপুর মসজিদ পূর্ণ নির্মাণ কমিটি, মসজিদ পুনঃনির্মাণ কমিটির সদস্য ম মনিরুজ্জামান শরীফ,
বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, সংগঠক ফারজান সুমন, গোলাম ফারুক, নেয়ামত মাওলা,হাজী আব্দুল জব্বার মতোয়াল্লি প্রচুর ব্যাপারী ওয়াকফা এসেট, হাজী শামসুদ্দিন, শেখ আব্দুল বাসেত লাভলু,শিপন জমিদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গিয়াস উদ্দিন ও আলামিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগী সকলকেই আলোকিত মানুষ সম্মাননা বই প্রদান করা হয়, পাঁচটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয়স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও মহামূল্যবান বই প্রদান করা হয়।
এ সময় উদ্বোধক শেখ আব্দুল বাকীর প্রিয় নবীজির শানে নাথ পরিবেশন করেন এবং প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন এই প্রতিযোগিতা আগামী দিনে মিরকাদিম পৌরসভার সকল গ্রামের সমন্বয়ে কোমলমতি শিশুদের মাঝে ইসলামের চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।