নাচোল সামাজিক বনবিভাগের উদ্যেগে উপকারভোগীর মধ্যে চেক বিতরণ

সেলিম রেজা চাঁপাইনবাবগঞ্জজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হল রুমে সামাজিক বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাচোল-এর উদ্যেগে ৪০জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ করেন। সামাজিক বন বিভাগ নাচোল, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায়ঃ চেক বিতারন অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মোঃ আব্দুল কাদের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিশেষ অতিথিঃ মোসাঃ মোহাইমিনা শারমিন নাচোল,

উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া আর উপস্থিত ছিলেন মোঃ সাদির আহমেদ (ভুলু) ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া আল মেহরাব কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪০ জন উপকারভোগী। নাচোল ও ফতেপুর ইউনিয়ন পরিষদের আওতায় খাড়ীর ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।

সভাপতি মোঃসেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন নেতৃত্বে সাহাপুর ব্রীজ হইতে ছোট খাড়ীর মুখ পর্যন্ত ২০০৩ সালে আকাশ মুনি,নিম,অর্জুন,বহেরা বিভিন্ন প্রজাতির ৮,০০০চারা লাগানো হয়। ২০২০-২০২১সালে ১৫টি লটে বিক্রয় করে মোট দাম পাওয়া যায় =১৪,৯৪,৪৬৬.০০টাকা। বন রাজস্ব(১০%) =১,৪৯,৪৪৬.৬০টাকা, টি,এফ,এফ(১০℅)=১,৪৯,৪৪৬.৬০টাকা,ইউনিয়ন পরিষদ (৫℅)=৭৪,৭২৩.৩০টাকা,ভুমি মালিক(২০%)=২,৯৮,৮৯৩.২০টাকা, উপকারভোগীর অংশ (৫৫℅)=৮,২১,৯৫৬.৩০টাকা।

উপকারভোগীর প্রকার পুরুষ ২৭জন মহিলা ১৩জন।জন প্রতি শেয়ার=২০,৫৪৮টাকা ৪০জন উপকারভোগীদের মধ্যে সুষ্ঠু ভাবে চেক বিতারন করা হয়। অপরদিকে একই অনুষ্ঠানে কসবা ইউনিয়নে মোঃ তাজিমুল মাস্টারের নেতৃত্বে ৩০জন সদস্যের মধ্যে চেক বিতরণ করা হয়।

Recent Comments