জাতীয় সংহতি দিবসে মুন্সীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত শহর।

শা‌হিন পাঠান, মুন্সীগঞ্জ
বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিনের নেতৃত্বে মুন্সীগঞ্জে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরসহ থানারপুলস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো মহিউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে আওয়ামী লীগের পেতাত্বাসহ সকল ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।

এর আগে মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার দুইটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টিশার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে নেতাকর্মীরা। প্রিয় নেতার আহবানে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে জেলা শহরে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ, শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসিমউদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, সেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মী।

০৭.১১.২০২৫

Recent Comments