রুবেল মাদবর,মুন্সীগঞ্জঃ
জননেত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবে এবং বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে।
সেই লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। মো: বাচ্চু শেখ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই ভাবে দেশের কাজ করে যাচ্ছেন।
ঠিক তেমনি আমি প্রধানমন্ত্রীর সহযোগিতায়
আমার ইউনিয়নে কাজ করে যাচ্ছি। বয়স্ক ভাতা,বিধাব ভাতা,প্রতিবন্ধি ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা সহ আরো অন্যান্য ভাতা,দিয়েছি।
জনগনের ভালোবাসা আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছে। আমি তাদের এই আস্থা ও ভালোবাসা কখনোই নষ্ট হতে দিবো না।
আমি তাদেরকে পাশে রেখেই এলাকার জনগণের জন্য কাজ করছি ও ভবিষ্যতে ও তাদেরকে নিয়েই সামনে এগিয়ে যাবো।
রামপাল এলাকার মো: আনোয়ার মিয়া জানান, বাচ্চু শেখ চেয়ারম্যান হওয়ার আগে থেকেই আমাদের অনেক সহযোগিতা করে আসছেন ।
চেয়ারম্যান হওয়ার পরে আরো বেশি সহযোগিতা করেন সব সময় আমাদের সুখ-দুঃখে পাশে থাকেন ও ভিজি এফ,বয়স্ক ভাতা,বিধাব ভাতা আরো অনেক সহযোগিতা করেন আল্লাহ তাকে অনেক বছর বাচিঁয়ে রাখুক।
মো: আমান মিয়া বলেন, রামপাল ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন এটি রূপান্তরিত করার লক্ষে সর্বদা কাছ চালিয়ে যাচ্ছেন আমাদের চেয়ারম্যান মো: বাচ্চু শেখ ।
রাজনৈতিক ক্ষেত্রে তিনি কর্মীদের ও সাধারন জনগনকে যেভাবে মূল্যায়ন করেন তা আমার জীবনে এমন চেয়াম্যান খুব কমই দেখেছি।বয়স্ক ভাতা নিতে আসা আলী মিয়া জানান,বাচ্চু শেখ চেয়ারম্যান আমাদের বিপদে আপদে সব সময়ই পাশে ছিলেন আছেন ও থাকেন,এর মত চেয়ারম্যান পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার ।
মো: রবিন হোসেন জানান, আমাদের রামপাল ইউনিয়নের চেয়ারম্যান এক জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তার পেছনে আমরা সাধারন জনগন চোখ বন্ধ করে হাটতে ও ভয় পাই না।