সিরাজদিখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দেলোয়ার হেসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ।

শুক্রবার ১০ অক্টোবর বিকাল পাঁচটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকা থেকে  দেলোয়ার হোসেনকে (৩৫)  ১৪০ পিস ইয়াবাসহ  আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘোষকান্দা গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র।

সিরাজদিখান থানার উপ-পুলিশ-পরিদর্শক নাহিদ মাছুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ারের দেহ তল্লাশি চালিয়ে ১৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আটক দেলোয়ারের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Recent Comments