শ্রীনগরে এনটিভির ২৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে নেতৃত্ব দেন এনটিভির শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান উপজেলার আঞ্চলিক প্রতিনিধি মো. আসাদুজ্জামান জীবন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. তরিকুল ইসলাম মাহবুব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল ইসলাম, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, সাংবাদিক আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ ট্যুরিস্ট পুলিশের সেকেন্ড অফিসার এস.এম. এনামুল হক, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন।

বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল রহমান ও সাংবাদিক অধির রাজ বংশী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আসলাম, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন।

বক্তারা তাদের বক্তব্যে এনটিভির সংবাদপাঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও চ্যানেলটির আরও অগ্রগতির কামনা করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Recent Comments