জাহিদ হোসাইন, নারায়ণগঞ্জ:
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন মাঠে মহানগর বিএনপির একাংশের নেতৃবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিলো বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে। এটা খানপুরের মাটি, কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। আপনারা জানেন ১৫ই আগস্ট ৭৫, আমাদের ২১ ফেব্রুয়ারী, ৫২ তে যারাই নেতৃত্ব দিয়েছে তারা এ মাটিরই সন্তান।
মাসুদুজ্জামান মাসুদ আমাদের হাতেই তৈরি, সে তৃনমুল থেকে যুবদলের কর্মী হিসেবে উঠে এসেছে। মাসুদ ও তার পরিবারের লোকজন আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত। অতীতে ছিলো এখনও আছে। তাই আসুন এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থী মাসুদকে নিরঙ্কুশ ভোটে জয় লাভ করাই।
মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, বারের সাবেক সহ-সভাপতি এড. রেজাউল করিম রেজা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন, যুবদল নেতা সরকার আলম, জাহাঙ্গীর মাদবর, জয়নাল প্রমুখ।