সিরাজদিখানে কানাডায় উচ্চ বেতনের চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

সিরাজদিখান প্রতিনিধিঃ

কানাডার বিভিন্ন স্বনামধন্য কোম্পানির নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে উচ্চ বেতনের চাকরি, বিনামূল্যে আবাসন এবং দ্রুত ওয়ার্ক পারমিটের লোভনীয় প্রস্তাব দিয়ে প্রাথমিকভাবে ভুক্তভোগীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং বিশ্বাস অর্জন করে।

এরপর ভিসা প্রক্রিয়াকরণ, মেডিক্যাল পরীক্ষা, ফাইল চার্জ ইত্যাদি বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে ৩ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ ফরিদ (৫০) এর সাথে।

প্রতারণার শিকার হয়ে মোঃ ফরিদ সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ২ নং আদালত মুন্সিগঞ্জে মামলা করেছেন, যাহার নং ৬৮৮/২৫।

মামলা সূত্রে জানা গেছে একই উপজেলার মধুপুর স্কুল সংলগ্ন ব্রিজ খানের ছেলে তাইজুল ইসলাম (৪৮) কানাডা নেওয়ার জন্য ভালো ওয়ার্ক পারমিট ভিসা আছে বলে জানাইলে মোঃ ফরিদ সরল বিশ্বাসে তার কথায় কানাডা যাওয়ার জন্য রাজি হয়। পরে বিভিন্ন সময় এবং বিভিন্ন অজুহাতে ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে নেন।

ভুক্তভোগী মোঃ ফরিদ জানান, তাইজুল ইসলাম আমার সরল বিশ্বাসে প্রতারনা ফাঁদে ফেলে আমাকে সর্বস্বান্ত করে দিয়েছে। আমার টাকা ফেরতসহ প্রতারক চক্রের বিচারের দাবিতে আমি মুন্সিগঞ্জ আদালতে মামলা করেছি।

এবিষয়ে মামলার বিবাদী তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়ার পর তার স্ত্রী কল রিসিভ করে বলেন তিনি বাড়িতে নাই, বাড়িতে আসলে জানাবো।

এবিষয়ে সিরাজদিখান থানার এএসআই শরিফুল ইসলাম জানান আমার কাছে একটি লিখিত অভিযোগ রয়েছে আগামী শনিবার উভয়পক্ষকে থানায় ডেকেছি, স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে মীমাংসা হলে মামলা তুলে নিবে।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ, মামলার তদন্তকারী অফিসার সঞ্জয় কুমার জানান প্রাথমিক তথ্যে জানা গেছে বিবাদী টাকা পয়সা নিয়ে বাদিকে বিদেশ পাঠায় নাই, পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট আদালতে পাঠানো হবে।

Recent Comments