মুন্সীগঞ্জ (গজারিয়া) থেকে সৈয়দ মোঃ শাকিল: অতীতের অনান্য সময়ের তুলনায় এবছর সারাদেশে একযোগে সম্প্রতি, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রেখে নির্বিঘ্নে কোন রকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই চৌকস নিরাপত্তায় অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে “বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি নষ্ট করার পায়তারা করছে ভারত”।
আজ ০২ অক্টোবর দূর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমীতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ১০টি পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই মন্তব্য করে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কিমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক।
এসময় তিনি মুন্সীগঞ্জ-০৩ গজারিয়া উপজেলা ও মুন্সীগঞ্জ সদরে অবস্থানরত সকল হিন্দুধর্মালম্বী জনগনকে শারদীয় শুভেচ্ছা জানায়। গজারিয়া উপজেলার ১০টি পূজা মন্ডপে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কিমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক এর পূজা মন্ডপ পরিদর্শন বহরে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু প্রদীপ রাজবংশী সহ বিএনপির জাতীয় ও স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।