দেশ ব্যাপি ৯০০ স্থান বিডি ক্লিন মুন্সিগঞ্জ করল ২৫টি স্থান পরিষ্কার।

নিজস্ব প্রতি‌বেদকঃ

বিডি ক্লিন এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারাদেশে একযোগে ৯০০ স্থান পরিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করল বিডি ক্লিন।

আজ ২২ আগষ্ট রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে ৯ ঘন্টা ব্যাপি এ কার্যক্রম পরিচালনা হয়। সেই সুবাদে বিডি ক্লিন মুন্সিগঞ্জ এক যুগে পুরো জেলা জুড়ে ২৫ টি স্থান পরিচ্ছন্ন করে।

গত ৩ জুন বিডি ক্লিন ৯ বছরে পদার্পণ করে। সেই ধারাবাহিকতা বিডি ক্লিন এই পরিচ্ছন্নতার কার্যক্রম বাস্তবায়ন করে। বিডি ক্লিন বিশ্বাস করে –

প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মদিনে কেক কেটে নয় বরং
এমন কিছু করে দেখাও যা দেশের জন্য কল্যাণকর হয়।

বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসান জানান, এ আমাদের দৃঢ় অঙ্গিকার বাংলাদেশকে করবো পরিষ্কার। আমরা থেমে নেই বরাবর চর্চা করছি একটি পরিচ্ছন্ন মুন্সিগঞ্জ তথা বাংলাদেশ গড়ে তুলতে। আমাদের এ কার্যক্রম তারই অংশ। থেমে থাকা চলবে না কোনো ভাবেই আমরা পৌছাবো আমাদের লক্ষ্য পরিবর্তনের যে ধাপ তা আমরা করে দেখাব। ইনশাআল্লাহ

Recent Comments