
নিজস্ব প্রতিবেদকঃ
বিডি ক্লিন এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারাদেশে একযোগে ৯০০ স্থান পরিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করল বিডি ক্লিন।
আজ ২২ আগষ্ট রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে ৯ ঘন্টা ব্যাপি এ কার্যক্রম পরিচালনা হয়। সেই সুবাদে বিডি ক্লিন মুন্সিগঞ্জ এক যুগে পুরো জেলা জুড়ে ২৫ টি স্থান পরিচ্ছন্ন করে।
গত ৩ জুন বিডি ক্লিন ৯ বছরে পদার্পণ করে। সেই ধারাবাহিকতা বিডি ক্লিন এই পরিচ্ছন্নতার কার্যক্রম বাস্তবায়ন করে। বিডি ক্লিন বিশ্বাস করে –
প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মদিনে কেক কেটে নয় বরং
এমন কিছু করে দেখাও যা দেশের জন্য কল্যাণকর হয়।
বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসান জানান, এ আমাদের দৃঢ় অঙ্গিকার বাংলাদেশকে করবো পরিষ্কার। আমরা থেমে নেই বরাবর চর্চা করছি একটি পরিচ্ছন্ন মুন্সিগঞ্জ তথা বাংলাদেশ গড়ে তুলতে। আমাদের এ কার্যক্রম তারই অংশ। থেমে থাকা চলবে না কোনো ভাবেই আমরা পৌছাবো আমাদের লক্ষ্য পরিবর্তনের যে ধাপ তা আমরা করে দেখাব। ইনশাআল্লাহ