
তানিয়া আক্তার, সিরাজদিখান মুন্সিগঞ্জ – মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ অভিযানে উৎসব মিষ্টান্ন কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার দুপুর ১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ উপজেলার বাসাইল বাজার এলাকায় মনিটরিং করেন। এ সময়ে উৎসব মিষ্টান্ন কারখানা তে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য প্রস্তুত করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার আবু জাফর কে পনের হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মিষ্টান্ন দ্রব্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা ক্যাব সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।