মুন্সীগ‌ঞ্জে প্রাইভেটকার ভাঙচুর ও হামলা, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গভীর রাতে প্রাইভেটকার ভাঙচুর ও এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে লৌহজং উপজেলার পশ্চিম নওপাড়া এলাকায় মিল্টন আহমেদের মালিকানাধীন একটি করলা ক্রস টয়োটা প্রাইভেটকার (রেজি নং- ঢাকা মেট্রো ঘ-১২-০৭৭০) ভাঙচুর করে বিবাদী শিপন মুন্সী (৪০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় গাড়ির মালিকের সন্ধান জানতে চাইলে স্থানীয় বাসিন্দা সাচ্চু মাল (৪৮) অস্বীকার করলে দূর্বত্তরা তাকে এলোপাথারি পিটিয়ে আহত করে। তার শরীরের বিভিন্ন স্থানে কাটা, নীলা ও ফোলা জখম হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী মিল্টন আহমেদ জানান, শিপন মুন্সী ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই ভাঙচুর ও হামলার ঘটনা ঘটিয়েছে। আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্তদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এ বিষয়ে লৌহজং থানার এস আই লোকমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent Comments