রুবেল মাদবর, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ জেলা সদরের ইদ্রাকপুরে শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হলো আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব উৎসব। এ উপলক্ষে ৩ দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
গত ২ সেপ্টেম্বর রাত ৮টায় উৎসবের শুভ উদ্বোধনের পর কেন্দ্রীয় কালী মন্দির, টাঙ্গাইল থেকে আগত শ্রী আশিষ ভাদুড়ি শ্রীমদ্ভাগবত পাঠ করেন। পরদিন সকালে পর্যায়ক্রমে ঊষা কীর্তিন, গীতা পাঠ, বাল্যভোগ, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক গানের আসর, রাজভোগান্তে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতী এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ আধ্যাত্মিক উৎসবের।
উৎসব উদযাপন কমিটির কর্মকর্তা অভিজিৎ দাস ববি বলেন, লোকনাথ ব্রহ্মচারী বাবা শুধু আধ্যাত্মিক গুরু নন, তিনি মানবতার শান্তি ও মঙ্গলচিন্তার প্রতীক। তাঁর জীবনাদর্শ ন্যায়, সত্য ও ভক্তির পথে চলতে আমাদের অনুপ্রাণিত করে। এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ভক্তবৃন্দ মানসিক প্রশান্তি ও বাবার অশেষ কৃপা লাভ করেন।