শিক্ষা, সমাজসেবা আর নেতৃত্বে অনন্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন নোয়াখালী জেলা সমিতি, ঢাকা এর নির্বাহী কমিটি (২০২৫-২০২৭) নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালীর কৃতী সন্তান, শিল্পপতি ও সমাজসেবক মুহাম্মাদ মুহাম্মদ ফখরুল ইসলাম। তার ভোটার নম্বর ১৩৯। এই প্রার্থী ইতিমধ্যেই ব্যবসা, শিক্ষা ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। সেগুলি হলো, চেয়ারম্যান, ফারহান্ট ইসলামি লাইফ ইনসুরেন্স কোং লিমিটেড, চেয়ারম্যান, মেহেদী হোসেন মিডিয়া লিঃ, চেয়ারম্যান, ঢাকা সাউথ ডেভেলপার্স এসোসিয়েশন, সাবেক সভাপতি, ঢাকা কোম্পানীগঞ্জ ফোরাম, প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা কোম্পানীগঞ্জ-কবিরহাট সোসাইটি সমুহ।

তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে দীর্ঘদিন ধরে নোয়াখালী ও ঢাকায় বসবাসরত প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে কাজ করে আসছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নির্বাচিত হলে নোয়াখালী জেলা সমিতিকে আরও শক্তিশালী, সেবামূলক ও ঐক্যবদ্ধ সংগঠনে রূপান্তরিত করবেন। এজন্য তিনি ভোট ও সকলের দোয়া এবং সহযোগীতা কামনা করেছেন।

প্রচারনায়: নোয়াখালী জেলা সমিতি আজীবন সদস্য সমন্বয় পরিষদ।

Recent Comments