নিজস্ব প্রতিনিধি: ইমান বিধ্বংসী মধ্য নরসিংপুর লালন মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইমাম ঐক্য পরিষদ কাশীপুর। বুধবার (২০শে নভেম্বর) কাশীপুর বড় মসজিদ থেকে বাদ আসর এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটিতে কাশীপুরে বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও তৌহিদী জনতারা অংশ গ্রহন করেন। এসময় বিক্ষোভ মিছিলটি কাশীপুরের বিভিন্ন স্থান পদক্ষিন করে এবং গাঁজা আস্তানা চলবে না, শিরকের আস্তানা চলবেনা চলবেনা তৌহিদী জনতার একশন ডাইরেক একশ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো কাশীপুর।
এরপর মধ্য নরসিংপুর সরকারী স্কুলে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইমান বিধ্বংসী কারি বেহাইয়া পানা, গাঁজার আসোর, অশ্লিলতা, শিরকের নামে হিন্দু লালনের স্বাধনেরমেলা হাজ্বী শরিয়তুল্লাহর দেশে, ওলামা একরামের দেশে, আব্দুল আউয়াল সাহেবের দেশে হতে পারবে না।
আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি সাহেবকে স্মারকলিপির মাধ্যমে বলেছিলম তারা আমাদের সাথে একাত্বতা প্রকাশ করে বলেছেন এ মেলে হবে না। শুক্রবার মহাসমাবেশে আপনাদের কাছে যা যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকবেন।
যদি তারা তাদের মেলা সফল করার চেষ্টা করে তাহলে আমরা তা গুড়িয়ে দিব আর যদি তারা মেলা বন্ধ করে দেয় তাহলে আমাদের পক্ষ থেকে তাদের সাধুবাদ থাকবে। এরপর বক্তব্যে শেষে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইমাম ঐক্য পরিষদে সভাপতি মুখতি জাকারিয়া, মুফতি হাফিজুর রহমান, মুফতি আব্দুল কাইউম, মাহমুদ হাসান, মাওলানা আলী আকবর, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আবুল খায়ের সহ নরসিংপুর পাঞ্চায়েত কমিটি সহ তৌহিদী জনতা।