নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাকে মাদক, সন্ত্রাসমুক্ত থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে নিয়ে অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন এর কাছে স্মারকলিপি জমা দিলেন সেলিম প্রধান।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে সেলিম প্রধান এ স্মারকলিপি জমা দেন।
সেলিম প্রধান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। রুপগঞ্জকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে নতুন আঙ্গিকে সুসজ্জিত থানা হিসেবে গড়ে তুলতে হবে।
সারা বাংলাদেশের কথা জানিনা, কিন্তু রুপগঞ্জে গাজী চলে গেলেও তার বাহিনী তৎপর রয়েছে। আপনি কোন রাজনৈতিক ব্যাক্তিকে জিজ্ঞেস না করে একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, সেই ভয় তাদের এখনো রয়ে গেছে।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার কোন সুযোগ নেই। বাংলাদেশের জনগণকে বলবো, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। সকলে মিলে এ সরকারকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবো।
জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান আরো বলেন, রুপগঞ্জ একটি বড় উপজেলা। এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, তেমনি সমস্যাও অনেক বেশী। সকলের সমস্যা সমাধানের স্থান এই থানা। যার দ্বায়িত্বে রয়েছেন একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
যদি তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা না করি, পেশী শক্তি প্রয়োগ করি, অমুক দলের অমুক বলছি তাহলে হবেনা। আমি সাধারণ নাগরিক হিসেবে সচেতন নাগরিকদের বলতে চাই, দেশকে আর পূর্বের স্থানে ফিরিয়ে নিতে চাই না।
আমরা মাদক, ভূমিদস্যুতা, সন্ত্রাসী সহ সকল অপকর্ম বন্ধে ঐক্যবদ্ধ ভাব৷ কাজ করবো। এসময় সেলিম প্রধান সন্ত্রাসী, ভূমিদস্যু, বালুখেকো মুজিবুর ও হাবিব বাহিনী কর্ত্ক তার ভূমি দখলের প্রতিবাদ জানান এবং এর সুষ্ঠু বিচার দাবী করেন।
রুপগঞ্জ অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন বলেন, অত্র এলাকার সেলিম প্রধান একটি স্মারকলিপি প্রদান করেছেন। সেখানে তিনি নিজের জীবনের নিরাপত্তা সহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে আমরা সহযোগিতা করবো। শুধু তিনিই না রুপগঞ্জ বাসী যারা রয়েছেন যার যেখানে আইনগত সহায়তা প্রয়োজন করবো।
আমি চাই ধনী, গরিব সকলেই সমানভাবে আইনের সহায়তা পাবে। বরং যিনি অর্থনৈতিকভাবে অসচ্ছল আমরা তাকে বেশী সহযোগিতা করবো। সকলের নিকট থেকে সহযোগিতা, তথ্য সংগ্রহের মাধ্যমে রুপগঞ্জকে মাদক, ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে চাই।