মুন্সিগঞ্জে ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসাধীন নারীর মৃ.ত্যু, নার্সদের মা.রধ.র
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে, চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে ঢুকে একাধিক নার্সদের মারধর করেছে স্বজনরা। এতে আহত হন ৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ৫ম তলায় ডেঙ্গু ওয়ার্ডে হাজেরা বেগম (৪০) নামে ওই নারী মারা যান। এর আগে গতকাল সকালে ভর্তি হন তিনি।
মৃত ওই নারী মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
আহতরা হলেন, নার্স স্টাফ আঞ্জুম আরা, শান্তা আক্তার, রওশন আরা, ওয়ার্ড বয় ইমাম ও নিরাপত্তা প্রহরী জসিম।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় ওই রোগীর মৃত্যু হয়। হাসপাতালে স্বজন ও নার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো খবর