মুন্সীগঞ্জে মসজিদের জমি দখলের চেষ্টা, উত্তেজনা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে মসজিদের জমি দখলের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ম শহরের হাটলক্ষীগঞ্জ শাহী জামে মসজিদের ৪ শতাংশ জমি দখলের চেষ্টা করে স্থানীয় মৃত আব্দুল খালেকের ছেলে আনোয়ার আলী আকবর নামের এক প্রভাবশালী।
সেখানে মসজিদটির দেয়াল ভেঙ্গে চার শতাংশ জমি দখলের নেয়ার চেষ্টা করে তিনি৷ পরে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সাথে হাতাহাতির সৃষ্টি হলে দখল বাজরা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানাগেছে, হাটলক্ষিগঞ্জ এলাকার শাহী জামে মসজিদের ৪ শতাংশ জমি দখলে নিতে বিগত কয়েক বছর যাবত চেষ্টা চালিয়ে আসছে অভিযুক্ত আনোয়ার আলী আকবর। এর আগেও ওই জমি নিয়ে একাধিকবার বৈঠক হয়।
সেসব বৈঠকে আলী আকবর জমি নিজের এমন কোন কাগজপত্র দেখাতে না পেরে জোর করে জমিটি দখলের নেয়ার চেষ্টা করে। সে সময় একাধিকবার ব্যর্থ হয়ে আজ বৃহস্পতিবার সকাল ভোর থেকে একই ভাবে জোরপূর্বক জমিটি দখলে নিতে এসে মসজিদের দেয়াল ভেঙ্গে ফেলে। পরে স্থানীয়দের প্রতিরোধে দখলবাজরা পালিয়ে যায়।
সাবেক পৌর কাউন্সিলর মোঃ লিটন জানান,অভিযুক্ত আনোয়ার আলী আকবর পেশিশক্তি ব্যবহার করে অবৈধ ভাবে মসজিদের জমি দখলে নিতে চায়। আমরা এই জমি নিয়ে এর আগেও একাধিকবার বৈঠক করেছি সে কোর কাগজপত্র দেখাতে পারে নাই।
তার পরেও জমিটি দখলে নেয়ার চেষ্টা করে। নেই একই ভাবে আজও দেয়াল ভেঙ্গে জমিটি দখলে নিতে চায়৷ পরে সাধারণ মানুষের প্রতিরোধ তারা পালিয়ে যায়।
স্থানীয় সাঈদুর রহমান জানান, বিগত শেখ হাসিনা আমলের সাবেক সংসদ সদস্য হাজী মোঃ ফয়সাল বিপ্লবও বিষয়টি নিয়ে বৈঠক করেন সেখানেও কোনরুপ কাগজ দেখাতে না পেরে এখন জোরকরে জমি দখলের নেয়ার চেষ্টা করছে।
দখল বাজ আলী আকবরের আপন বড় ভাই আলী আজম বলেন, মসজিদের জমিটি আমার মামাতো ভাইয় মজিবুর রহমানের ছিলো সেই জমিটি একাধিকবার দখলের নেয়ার চেষ্টা করে আমার ছোট ভাই আনোয়ার আলী আকবর।
পরে মামাতো ভাই মজিবুর জমিটি মসজিদে দান করে দেন তার পরেও জমিটি দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে আনোয়ার আলী আকবর।
জমিটি মসজিদের না দাবি করে অভিযুক্ত আনোয়ার আলী আকবর বলেন, আমাদের জমিতে দেয়াল দেওয়ায় আমরা তা ভেঙ্গে দিয়েছি৷
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খলির উদ্দিন বলেন, জোরকরে জমি দখলের বিষয় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ