রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার টঙ্গিবাড়ি উপজেলার যশলং ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড কমিটির পরিচিত সভা নয়না এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
এতে দলটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হতে দেখা গেছে। এসময় বিগত শেখ হাসিনার সরকারের বিভিন্ন অনিয়ম ও গণহত্যার বিচারের দাবি জানিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হিরন বকাউলের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশলং ইউনিয়ন বিএনপি সভাপতি খায়রুল কবির কাজল হালদার,সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাবুল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশেম ঢালী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির শেখ,
টংগিবাড়ি উপজেলা বিএনপি আহবায়ক সদস্য মোঃ আলমগীর, ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম দেওয়ান সহ যশলং ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।