রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে একটি অরাজনৈতিক সংগঠন পল্লী উন্নয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া নৈয়দিঘীর পাথর এলাকায় পল্লী উন্নয়নের কার্যালয়ে পূর্নাঙ্গ কমিটি করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন সংগঠনের উপদেষ্টারা বলেন এই মাসের ২৫ তারিখে পল্লী উন্নয়ন সংগঠনের পূর্নাঙ্গ কমিটি করা হবে। পল্লী উন্নয়ন সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, এখানে কোন রাজনৈতিক ধরনের আলাপ করা যাবে না।
আমরা চাই সবাই সংগঠনের সার্থে আমরা কোন রাজনৈতিক আলাপ করবো না সংগঠনের কার্যলয়ে। বক্তারা আরো বলেন এই কমিটির একটা মেয়াদ থাকবে মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের মাধ্যেমে আবার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।
পল্লী উন্নয়ন সংঘের সভাপতি মোঃ ইমরান হোসেন জনির সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সফিউর রহমান মিন্টুর সঞ্চালনায় এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা ও মিরকাদিম পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মরতুজ আলী হিরা,
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা ও মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র হাজী মোঃ আবদাল হোসেন, পল্লী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন রাহাত, পল্লী উন্নয়ন সংগঠনের উপদেষ্টা মোঃ বসির আহম্মেদ,
পল্লী উন্নয়ন সংগঠনের উপদেষ্টাদের সহযোগি ও স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুবেল মাদবর, মোঃ বাবুল আহম্মেদ, মোঃ মিজানুর রহমান, মোঃ সোহেল মিঝি, মোঃ মসিউর রহমান, মাহদুল হাসান রাতুল, মোঃ জোবায়ের, মোঃ রমিম, রিসাদ, জুনায়েতসহ আরো অনেকেই।