শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন Bengali BN English EN Hindi HI
ব্রেকিং নিউজ :
/ ২২ পঠিত:-
আপডেট সময় :- সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

তা‌নিয়া আক্তার, মুন্সীগঞ্জঃ
ঢাকা কিন্ডারগা‌র্টেন এসো‌সিয়েশন (ডি,কে‌জি,এ ) বা‌র্ষিক সাধারণ সভা ২০২৪ইং অনু‌ষ্ঠিত হয়। গতকাল শ‌নিবার সকাল ১০টায় যাত্রাবা‌ড়ি ‌দ‌নিয়া গুরুসরনী রোড ঢাকা কিন্ডারগা‌র্টেন এসো‌সিয়েশন এর প্রধান কার্যাল‌য়ে এই বা‌র্ষিক সাধ‌ারণ সভা হয়।
ঢাকা কিন্ডারগা‌র্টেন এসো‌সিয়েশনের সভাপ‌তি জি, এইচ, ফারু‌কের সভাপ‌তি‌ত্বে ঢাকা কিন্ডারগা‌র্টেন এসো‌সিয়েশনের মহাস‌চিব মোঃ ম‌জিবুর রহমা‌নের সঞ্চালনায় এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন

ঢাকা কিন্ডার গা‌র্টেন এসো‌সিয়েশনের সহ সভাপ‌তি এম, এ, বাসার, সহ সভাপ‌তি মোঃ তৌ‌ফিকুল ইসলাম, সহ সভাপ‌তি মোঃ খ‌বির উদ্দিন, সহ সভপ‌তি মোঃ মাহবুব এলাহী, সহ সভাপ‌তি মোঃ নুরুণ আমীন, যুগ্ন মহাস‌চিব মোঃ হা‌মিদুল ইসলাম, যুগ্ন মহাস‌চিব মোঃ জা‌কির হো‌সেন (রানা) সাংগঠ‌নিক সম্পাদক মোঃ মেলাউর রহমান, অর্থ স‌চিব মোঃ জুল‌ফিকার র‌ফিকুল ইসলাম,

সহ শিক্ষা স‌চিব মোঃ ফখরুল ইসলাম, দপ্তর স‌চিব মোঃ আমিন‌ুর রহমান, প্রচার স‌চিব আহমদ হা‌ছিব রেজা, ক্রীড়া ও সাংস্কৃ‌তিক স‌চিব মোঃ আমলগীর কবীর, কার্য‌নির্বাহী সমদ‌্য মেহমুদ আলম, কার্য‌নির্বাহী সদস‌্য মোঃ আজাহারুল ইসলাম, কার্জ‌নির্বাহী সদস‌্য হা‌ফেজ মোঃ ওসমান গনী, কার্য‌নির্বাহী মোঃ আনোয়ার হো‌সেন বাবুল,

কার্য‌নির্বাহী সদস‌্য বায়‌জিদ হোসাইন বা‌প্পি, ঢাকা কিন্ডারগা‌র্টেন এসো‌সিয়েশনের আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি ও একে মে‌মো‌রিয়াল স্কুল প‌রিচালক মোঃ গোলাম হো‌সেন,
ঢাকা কিন্ডার গা‌র্টেন এসো‌সিয়েশনের সহ আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি মুন্সীগঞ্জ ও নতুন কু‌ড়ি বিদ‌্যা‌নি‌কেতন প‌রিচালক ও প্রধান শিক্ষক মোঃ ইব্রা‌হীম,

হা‌সিনা প্রি ক‌্যা‌ডেট একা‌ডে‌মির প‌রিচালক ও প্রধান শিক্ষিকা তা‌নিয়া আক্তার, বিক্রমপুর এজি এম আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ তান‌ভির আহম‌দে, প‌রিভানু কিন্ডারগা‌র্টেন ‌মোঃ সো‌হেল রানা, এ্যাডভান্সড ল‌্যা‌ব‌লেট‌রি স্কুলের প্রধান শিক্ষক শাক‌‌িল আহম‌দে মুনতাসীর, ইউনিক স্কুলের প্রধান শিক্ষক জা‌হিদসহ বি‌ভিন্ন স্কু‌লে শিক্ষক, শি‌কিক্ষা প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments