রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ সদরে মাঠপাড়ায় কারিগর শিক্ষা বোর্ডের আন্ডারে মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (বিএমটি) শিক্ষাক্রমের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক (কম্পিউটার), সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় টঙ্গীবাড়ী মোঃ গোলাম সারোয়ার।
এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ প্রভাষক, কম্পিউটার শিক্ষা মোঃ সোহেল মোল্লা, মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ প্রভাষক হিসাব বিজ্ঞান মোঃ শফিক ইসলাম,
মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ প্রভাষক ইংরেজি মোঃ কামরুল হাসান, এসময় স্বাগতম বক্তব্য রাখেন সাংবাদিক রুবেল মাদবর, অভিভাবক মোঃ সাইদুর রহমান, প্রাক্তম শিক্ষার্থী মাহিনুর আক্তার, মোঃ জাহিদ শেখ, সুমাইয়া আক্তার সাদিয়া, সামিয়া আক্তার জেমিসহ আরো অনেকেই।