মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
এসো স্বপ্ন গড়ি স্বপ্ন পূরণ করি, এই শ্লোগানকে সামনে
রেখে শুক্রবার সন্ধ্যায় স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ ও সেরা সদস্যদের বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়। পথ শিশুদের মুখে হাসি ফুটাতে, গরিব অসহায় মানুষকে সাহায্য করতে ২০২৩ সালে মুন্সীগঞ্জে যাত্রা শুরু করেছিল স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন।
সংগঠনটি সারা জেলায় বিভিন্ন সামাজিক, মানবিক কাজের জন্য বেশ সুনাম অর্জন করছে। সংগঠনটি পথ শিশুদের মুখে হাসি ফুটাতে অনেক শিশুদের অর্থ অনুদান দিয়ে লেখা পড়ার পাশাপাশি খাবারের ব্যবস্থা করেছে। এছাড়া দেশের বিভিন্ন দুযোর্গকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ।
তীব্র গরমে রাস্তায় পথচারি বিভিন্ন যানবাহনের যাত্রীদের মাঝে বিনামুল্যে স্যালাইন,তরমুজ বিতরণ, বন্যার্থদের মাঝে ত্রান বিতরণ, রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনটির সদস্যরা শত শত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতেও বিশেষ অবদান রেখেছেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন।
যারা দেশের জন্য কাজ করে, দেশের অসহায় মানুষের জন্য কাজ করে, তাদের মধ্যে একজন অন্যতম মহৎ ব্যক্তি হলেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মাদবর। স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সংগঠনের সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করায় মহৎ ও মানবিক কাজের জন্য তাকে সম্মাননা স্বারক দিয়ে সম্মাননা জানানো হয়।
এছাড়া স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের ২০২৪ সালের সেরা দায়িত্বশীল হয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া। সেরা সদস্য সংগ্রহ হয়েছেন সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিব, সংগঠনের সেরা ব্লাড ডোনার সংগ্রহ করেছেন ব্লাড ম্যানেজ ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ দীপু। অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিরা।
স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুবেল মাদবরের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মোঃ আসাদুজ্জামান বাবু, এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্বপ্নপূরন যুব ফাউন্ডেশনের উপদেষ্টা মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের প্রভাষক, কম্পিউটার শিক্ষা মোঃ সোহেল মোল্লা, জুলেখা বেগম।
স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের অন্যতম এক্টিভ সদস্য মোঃ ইব্রাহিম হোসনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিব আহম্মেদ, সহ সংগঠনিক সম্পাদক অথৈয় আক্তার, ব্লাড ম্যানেজ ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ দীপু, সদস্য সুমাইয়া, শাওন আহম্মেদ, অপূর্ব রাশেদ, মেহেরিন নাহার মুনা, ফারিয়া আধ্রিন প্রমূখ।