সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সিরাজদিখানে নানান আয়োজনে অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কেক কাটা, বৃক্ষ রোপন, র্যালি, স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের মিলন মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলদেশ ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী গোলাম মাওলা।
বিক্রমপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কেএম সবুজ আহম্মেদের সভাপতিত্বে এবং জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম খাঁন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সাগর, ডা. দেবব্রত ঘোষ সমীর, শামসুল হক হাওলাদার,বিশ্বজিৎ ঘোষ, মো: মুছা শেখ,মেহেদী হাসান হীরা, রুহুআমিন প্রমুখ।এ সময় বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সকলকে বৃক্ষ চারা দেওয়া হয়। এছাড়া বিক্রমপুর রক্তদান সংস্থার সদস্যদের মধ্যে রয়েছে শুভঙ্কর কুন্ডু, সবুজ, সোহাগ, ইকরামূল,নাজমুল,মুহিত,ফাহিম হাওলাদার,ইয়ামিন, মারুফ।