শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন Bengali BN English EN Hindi HI
ব্রেকিং নিউজ :
একটি গণঅভিপ্রায়ের বিরুদ্ধবাদী সংবিধান অর্ধশতাব্দী বাংলাদেশের মানুষকে হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ইতিহাস, ঐতিহ্যের বিরুদ্ধে চালিত করেছে- মাওলানা মুহাম্মদ মামুনুল হক 
/ ৭ পঠিত:-
আপডেট সময় :- বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৩ অপরাহ্ন
রুবেল মাদবর, মুন্সিগঞ্জ:
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন,একটি গণঅভিপ্রায়ের বিরুদ্ধবাদী সংবিধান অর্ধশতাব্দী বাংলাদেশের মানুষকে হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ইতিহাস, ঐতিহ্যের বিরুদ্ধে চালিত করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের মাধ্যমে পার্শ্ববর্তী বন্ধু রূপি রাষ্ট্র বাংলাদেশের বুকের উপর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নীতিমালার আলোকে গণঅভিপ্রায় বিরোধী সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিলো।
তিনি বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক সংলগ্ন প্রধান সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্যবাদ বিরোধী পথসভায় প্রধান বক্তা হিসেবে আলোচনাকালে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, একটি সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশ রূপান্তরিত হবার স্বপ্ন মানুষের চোখে ভেসে উঠেছে। ছাত্র সমাজ ও আলেম সমাজকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনের জেলা শাখার আহবায়ক মাওলানা ওয়ালীউল্লাহ হাসানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মাওলানা মুফতি নূর হোসাইন নূরানী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ

Recent Comments