কংশপুরায় মাইজভান্ডারী সম্মেলন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মহান মিলাদুন্নবী (দঃ) ও আশেকানে গাউছুল আযম (কঃ) মাইজভাণ্ডারী সম্মেলন উপলক্ষে জমিয়তে আশেকানে মাইজভান্ডারী কংশপুরার আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ আগষ্ট বাদ মাগরিব হতে রাত রাত ১২ পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে আরজান মাহমুদ এর বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনেন মাইজভাণ্ডীর দরবার শরীফের গাউছুল আযম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারীর পৌত্র গাউছে জামান (কঃ) মাওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারীর (কঃ) বড় শাহাজাদা ডাঃ আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী (মাঃ)
উক্ত মাহফিলে হুজুর কেবলার সফরসঙ্গী এবং দেশবরেণ্য আলেমগন বয়ান করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো খবর
আমাদের ফেসবুক পেইজ