
নিজস্ব প্রতিবেদকঃ
ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের আরও বেশ কয়েকটি অঞ্চল বন্যায় ডুবছে।
ঘরে-ঘরে পানি-বন্দি হয়ে আছে অসহায় মানুষ, গবাদি-পশুসহ অন্যান্য প্রাণী, বানের জলে ভেসে যাচ্ছে কত কত প্রাণ। স্মরণকালের ভয়াবহ এই বন্যা, চারদিকে অসহায় মানুষের হাহাকার। বন্যা আক্রান্ত ১১ জেলার মধ্যে সবেচয়ে নাজুক পরিস্থিতি ফেনীতে ও কুমিল্লা।
বানভাসি মানুষের পাশে ভুবনগড়া যুব কল্যাণ কেন্দ্র ও স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন।
দিনে একবার বলুন দেশকে ভালবাসি দেশের মানুষের কল্যাণে কাজ করি… এই স্লোগানকে সামনে রেখে ভুবনগড়া যুব কল্যাণ কেন্দ্র ও স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছিল সংগঠনটি বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই বন্যায় বন্যার্ত ৫০০ মানুষের জন্য মানবিক উপহার নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে যাচ্ছে।
উপহার সামগ্রী মধ্যে রয়েছে শুকনো খাবার মুড়ি টোস্ট বিস্কুট চকো ফান বিস্কুট ওর স্যালাইন পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট মিনারেল ওয়াটার মশার কয়েল শিশু খাদ্য দুধ সামগ্রী সহ মেডিকেল টীম।