
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
হঠাৎ করেই পানিবন্দি হয়ে পড়েছে ফেনী এবং নোয়াখালীর লাখ লাখ মানুষ দেশের এই ক্রান্তিলগ্নে ইতিমধ্যে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
বিভিন্ন ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠন তারই ধারাবাহিকতায় ঢাকা কেরানীগঞ্জের সামাজিক এবং মানবিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্যা হেলপিং হ্যান্ডস বিডি ও এলাকাবাসীর উদ্যোগে ফেনী এবং নোয়াখালীর প্রায় ৫০০ মানুষকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
তার মধ্যে ছিল মুড়ি,বিস্কিট ,বাচ্চাদের বিস্কিট, মম ,গ্যাস লাইটার ,কেক ,রুটি ,কাপড় ,বিশুদ্ধ পানি, চিপস,চকলেট,ওরস্যালাইন ,সেনেটারি ন্যাপকিন ,ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়েছে ।
দ্যা হেলপিং হ্যান্ডস বিডি এর সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান পারভেজ বলেন আমরা ২২ জনের একটা টিম নিয়ে আসছি মানুষকে ত্রাণসামগ্রী দিতে আমরা মানুষের বাড়িতে বাড়িতে এবং আশ্রয় কেন্দ্র গিয়ে মানুষকে সঠিক মানুষকে যারা ত্রাণসামগ্রী পাই নেই বা কম পেয়েছে তাদেরকে চিহ্নিত করে আমরা ত্রাণ দিয়ে আসছি।
তিনি আরো বলেন আমাদের প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম করেছে রাতদিন কষ্ট করে পুরো টিম মেম্বার দা হেলপিং হ্যান্ডস বিডি সদস্য যারা উপস্থিত থেকে এবং অক্লান্ত পরিশ্রম করেছেন সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
তারা হল মেহেদী হাসান, সাজ্জাদ, সম্রাট ,সাঈদ শাহীন,মনির ,রায়হান ,শাওন ,নূর হোসেন ,ইয়াসিন ,সুমন মিলন শুভ, আরাফাত ,আব্দুর, রহমান ,ওসমান ,আসিফ ,হৃদয় আনিস , সজল, সাইফ , শাকিব ,আমির ,হামজা ফরহাদ ,মাওলানা মোজাফফর হোসেন নাফিজ ,সাজিদ ,সজীব ,তামিম শুভ,
আরিফ ,রাজা আরো অনেকেই অংশগ্রহণ করেছে তিনি আরো বলেন যে আমাদের ভালো কাজের সাথে সকলি থাকবেন এবং অংশগ্রহণ করবেন।
আমরা যেন ভবিষ্যতে আরো এমন ভালো ভালো কাজ করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা অতি শীঘ্রই একটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মেডিসিন এর ব্যবস্থা করব , কোরআন শিক্ষার ব্যবস্থা করব ইনশাল্লাহ সকলেই আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ