মুন্সীগঞ্জে পদ্মার চরে বহুল প্রতিক্ষিত রাস্তার কাজের উদ্বোধন

রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের পদ্মার চরের বহুল প্রতিক্ষিত অবহেলিত জনপদের কাচা রাস্তা ইটের সলিং করন কাজ শুরু হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নের পদ্মার চরের চর বেহের পাড়ায় থেকে পশ্বাবর্তী বাংলাবাজার ইউনিয়ন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাচা সড়কে ইটের সলিং এর কাজের উদ্বোধন করা হয়।
এতে ব্যায় ধরা হয়েছে এক কোটি ২২ লাখ টাকা। আগামি ৭ মাসের মধ্যে সড়কটিতে ইটের সলিং কাজ শেষ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিলই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ মৃধা। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিলই ইউপি সদস্য মোঃ ওসমান গনি, মোঃ হানিফ, মেম্বার দাদন মিয়া ঢালী, নুরু মেম্বার,
শিলই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম,
সংরক্ষিত সদস্য মমতাজ বেগম, দুলালী বেগম সহ স্থানীয় হবি মোল্লা, ইব্রাহিম সরদার, এমদাদ বেপারী, জজ মিয়া মাস্টার, আওলাদ ভূইয়া, বাবুল সরকার, তারা মিয়া মাদবর নাসেদ সিকদার, আবু সাঈদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো খবর