
তানিয়া ইসলাম প্রিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাস মহলে হাসিনা প্রি ক্যাডেট একাডেমি স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এদিন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠান ফলাফল প্রকাশের পরপরই অনুষ্ঠিত হয় বৃত্তি ও পুরস্কার বিতরণ।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টি প্রধান শিক্ষিকা তানিয়া ইসলাম প্রিয়া। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকার উপস্থিতে বিভিন্ন শ্রেণির ফলাফল ঘোষণা করেন সহকারি শিক্ষকরা।
এসময় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পরীক্ষার সনদ ও ২য় সেমিস্টার ১ম,২য়,৩য় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন। হাসিনা প্রি ক্যাডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষিকা তানিয়া ইসলাম প্রিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা বেগম,
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আবির, সহকারী সিনিয়র শিক্ষক কিবরিয়া, সহকারী সিনিয়র শিক্ষক ফয়সাল, সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তার, শিক্ষার্থী অভিভাবকবৃন্দসহ প্রমুখ।