রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা নির্বাচনে পরবর্তী সহিংসতা মানবাধিকার কর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি জেলার লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)।
এসময় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর সদস্য ও মানবাধিকার কর্মী এইচ এম ইমরান হোসেনের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনগত কঠোর শাস্তির দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর চেয়ারম্যান মাহবুবুল ইসলাম,সাধারণ সম্পাদক শারমিন মাহবুবুল, সংস্থাটির জেলা সভাপতি হাজী রবিন হোসেন ও স্থানীয় সমাজ সেবক ডাক্তার আব্দুল হাকিম সহ বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীগণ।
উল্লেখ্য দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের দুই দিন পর ২৩ মে ঢাকার সদর ঘাট নূর ম্যানশনে খাবার হোটেলে খাবার খেতে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা অর্তকি হামলা চালিয়ে মানবাধিকার কর্মী এইচ এম ইমরান হোসেনকে মারধর করে গুরুতর আহত করে৷ পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে।