রুবেল মাদবর,মুন্সিগঞ্জে:
গরমে অতিষ্ঠ জনসাধারণের সুরক্ষা-সচেতনতায় এবার ব্যাতিক্রম উদ্যোগে মাঠে নেমেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। জেলার জনবহুল স্থান গুলোতে খোলা হয়েছে সুপেয় পানির বুথ, যেখানে পথচারী-সাধারন মানুষ পারছে বিনামূল্যে পানি ও স্যালাইন খেতে । একই সাথে বুথ থেকে পথঘাটে থাকা নিন্ম আয়ের শ্রমিক-কর্মজীবিদের মাঝে বিতরন করা হচ্ছে ছাতা। বুধবার বেলা ১১টার দিকে কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন।
এমন উদ্যোগ সারা ফেলেছে স্থানীয়দের মাঝে। পথচারি ও সুফলপাওয়া নিন্মআয়ের মানুষরা জানিয়েছে স্বস্তির কথা।
জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন জানান, জেলার ৬৮টি ইউনিয়ন ২টি পৌরসভা সহ মোট শতাধিক স্থানে জনসচেতনতার অংশ হিসাবে বসানো হচ্ছে জনসচেতনতার এমন বুথ। এসব বুথ থেকে প্রয়োজন অনুযায়ী পানি পান ও নিন্মআয়ের মানুষের ছাতা নিতে পারছে। এতে পথচারীদের পানিশূন্যতা ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনা তৈরি করবে। এছাড়াও স্বাস্থ্য সচেতনতায় জেলার সর্বত্র করা হচ্ছে মাইকিং। যতদিন অসহ্য তাপদাহ থাকবে একার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক
কর্মসূচির উদ্ধোধনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিফা খান সহ জেলা প্রশাসন উর্ধতন কর্মকর্তা সহ স্থানীয় সুশিল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।