রুবেল মাদবর,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
এবার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে টঙ্গিবাড়ি উপজেলা ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার অনলাইনের মাধ্যমে তারা মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও কেউ কেউ অফিসিয়ালি ভাবে জমা দিয়েছেন তাদের মনোনয়ন। এর মধ্যে চেয়ারম্যান পদে সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাহাত খান রুবেল, টঙ্গীবাড়ির বর্তমান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, সদ্য পদত্যাগ কৃত দিঘীরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম হালদার ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমানের ছেলে শেখ মোঃ গোলাম রাব্বানী শান্ত. মাহবুবুর রহমান বাচ্চু সহ ৬ জন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ নাহিদ খান,উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল ইসলাম ডিউক মাঝি ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শেখ ।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, সাবেক জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার ও ফারজানা আক্তার লিজা নামের এক নারী প্রার্থী।
উল্লেখ্য,মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হবে দুই উপজেলায়। এবার দুই উপজেলায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।